মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। সভা থেকে তিনি জানান, পশ্চিম মেদিনীপুর জেলায় ৮ লক্ষ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে।
এদিন গোয়ালতোড়ে পূর্ব ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১১২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পের নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭৫০ কোটি টাকা।
সভা থেকে চাকরিহারাদের উদ্দেশে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেন গরমে বসে রয়েছেন? স্কুলে যান, ক্লাস নিন। যারা আপনাদের উস্কানি দিচ্ছে, তারা কিন্তু টাকা দেবে না। সরকারই আপনাদের বেতন দেবে।”