লাইন মেরামতির কাজে শিয়ালদহ-ডানকুনি শাখায় একাধিক ট্রেন বাতিল

লাইনে মেরামতির কারণে শনিবার রাত ১১:৪০ থেকে রবিবার সকাল ৬:৪০ পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। বাতিল করা হয়েছে পাঁচ জোড়া শিয়ালদহ-ডানকুনি লোকাল ট্রেন।

পাশাপাশি শিয়ালদহ-বনগাঁ আপ ও ডাউন লোকাল এবং শিয়ালদহ-হাবরা আপ ও ডাউন লোকালও বাতিল। শিয়ালদহ-ডানকুনি শাখায় দমদম জংশন লাগোয়া অংশে লাইনে মেরামতির কাজ করা হবে।

দূরপাল্লার ট্রেনের মধ্যে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস ঘুরে চলবে নৈহাটি–ব্যান্ডেল হয়ে। শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস পুরী থেকে ছাড়বে রাত ১০:২৫ মিনিটে, আগে নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৭:২৫।

৬ এপ্রিল হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ওভারহেড ও ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণে বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া-চন্দননগর শাখার ৩৬০৩৩, ৩৬৮২৫, ডাউন ৩৬০৩৪, ৩৬৮৩৪ (বর্ধমান-হাওড়া), ডানকুনি থেকে ৩২২২৮, ৩২২৩২। যাত্রীদের অগ্রিম পরিকল্পনার জন্য অনুরোধ জানানো হয়েছে রেলের তরফে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন