বালেশ্বরের স্মৃতি উস্কে দিল বিশাখাপত্তনমের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুই ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১৪ জনের। দুর্ঘটনার জেরে পরিবর্তিত প্রচুর ট্রেনের রুট ও সময়।
রেল সূত্রে খবর, কণ্টকাপল্লির কাছে রায়গড়া প্যাসেঞ্জারের পিছনে সজোরে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পালাসা এক্সপ্রেস। দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের লাইনে কীভাবে পালাসা এক্সপ্রেস ট্রেনটি এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে রেলওয়ে সেফটি কমিশনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
দুর্ঘটনার জেরে আপাতত ওই লাইনে রেল চলাচল বন্ধ। দুর্ঘটনার জেরে হাওড়া-চেন্নাইগামী রুটে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। একাধিক ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। রুটও বদলে দেওয়া হয়েছে বহু ট্রেনের।
সময়সীমা পরিবর্তন করা হয়েছে ১২৮৬৩ হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেস, ১২৮৬৭ হাওড়া পুদুচেরি এক্সপ্রেস, ১২৮৩৯ হাওড়া -মাদ্রাজ এক্সপ্রেস, ২২৬৪২ শালিমার -তিবান্দ্রম এক্সপ্রেস-সহ প্রচুর ট্রেনের।
অন্য দিকে, রুট পরিবর্তন করা হয়েছে চেন্নাই সেন্ট্রাল থেকে সাতরাগাছিগামী ট্রেন, হায়দরাবাদ থেকে শালিমারগামী ট্রেন, তিবান্দ্রম থেকে শালিমারগামী ট্রেন, আগরতলা থেকে তিরুপতিগামী ট্রেন, শালিমার থেকে চেন্নাই সেন্ট্রালগামী ট্রেন, হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ট্রেনের।