Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিধানসভার গেটে এসএফআই সমর্থকরা, ব্যাপক ধস্তাধস্তি - NewsOnly24

বিধানসভার গেটে এসএফআই সমর্থকরা, ব্যাপক ধস্তাধস্তি

কলকাতা: পুলিশের চোখে ধুলো দিয়ে বিধানসভার গেটে এসএফআই সমর্থকরা। গেট টপকে ভিতরে ঢোকারও চেষ্টা করেন অনেকে।

শুক্রবার দুপুর থেকে হাওড়া-শিয়ালদহ চত্বরে জমা হতে শুরু করেন বাম-ছাত্র যুবরা। কিন্তু, প্রথম তাঁদের মিছিলে বাধা দেওয়া হয়। আটক করা হয় দীপ্সিতা ধর-সহ অন্য নেতাকর্মীদের। তবে শেষ পর্যন্ত পুলিশের চোখে ধুলো দিয়ে লালবাজারের নাকের ডগা দিয়ে বিধানসভার গেটে পৌঁছে গেলেন এসএফআই সমর্থকরা।

ছাত্রভোট-সহ একাধিক দাবিতে শুক্রবার শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে মিছিল বের করে বাম ছাত্র সংগঠন। শুরুতে এই আন্দোলন কিছু অংশে ছত্রভঙ্গ করা গেলেও বেলা গড়াতে ফের ঐক্যবদ্ধ হন সমর্থকরা। পুলিশি নিরাপত্তাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলার দিকে এগোতে থাকে মিছিল। শেষমেশ সমর্থকদের একটা বড় অংশ পৌঁছে যায় বিধানসভা গেটের সামনে।

বিধানসভার ফার্স্ট গেটে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী এবং ব্যারিকেড নিয়ে প্রস্তুত ছিল কলকাতা পুলিশ। চারজন ডিসি পদমর্যাদার আধিকারিক সকাল থেকেই ছিলেন সেখানে। অথচ তাঁদের চোখ এড়িয়ে বিধানসভার ওয়েস্ট গেটে পৌঁছে যায় এসএফআই সমর্থকরা। রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে দেখা যায় গেটে পতাকা হাতে উঠে যেতে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড়। সৃজন-সহ বাকিদের টানতে টানতে নিয়ে গিয়ে তোলা হয় পুলিশের প্রিজন ভ্যানে।

মিছিল থেকে বেশ কয়েকজন সমর্থক বিধানসভার গেট টপকে ভিতরে ঢুকে পড়ার চেষ্টাও করেন। যে সময় কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের। পুলিশ তাদের বাধা দেওয়া শুরু করলে এসএফআই সমর্থকদের বার্তা, মিছিল করে এসে কথা বলতে চেয়েছিলাম, সেটা করতে দেওয়া হয়নি। হাওড়া, শিয়ালদহে আমাদের কমরেডদের আটকে দিয়ে হেনস্থা করা হয়েছে।

Related posts

কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ