মুখ্যমন্ত্রীর বাড়িতে শোকের ছায়া! কোভিডে ভাইকে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: মুখ্যমন্ত্রীর বাড়িতে শোকের ছায়া! কোভিড-১৯ কেড়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাইকে। মেডিকায় প্রায় এক মাস লড়াই করার পর শনিবার সকালে প্রয়াত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অসীম বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সঙ্গেই তিনি কালিঘাটের বাড়িতেই থাকতেন। প্রায় দেড় মাস আগে তিনি কোভিডে আক্রান্ত হন। প্রথম দিকে তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে সেখানেই মারা যান তিনি। মুখ্যমন্ত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, কোভিড নিয়ম মেনেই এদিন দুপুরের পর নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন: রাজ্যজুড়ে অক্সিজেনের কালোবাজারি রুখতে হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিশের


উল্লেখ্য রাজ্যে পরপর চারদিন করোনা আক্রান্তের সংখ্যা কুড়ি হাজার ছাড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩৬ জনের।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?