বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন শমীক ভট্টাচার্য। সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসেবে সংগঠনের দায়িত্ব পেলেন তিনি। মনোনয়ন পর্বে তাঁর ছাড়া আর কেউ নাম না জমা দেওয়ায় এবং মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শমীককেই রাজ্য সভাপতি ঘোষণা করা হল।
দলীয় সূত্রে খবর, আনুষ্ঠানিক ঘোষণা বৃহস্পতিবার করা হবে। সেদিন রাজ্য বিজেপির নির্বাচন আধিকারিক রবিশঙ্কর প্রসাদ শমীকের হাতে নির্বাচিত হওয়ার শংসাপত্র তুলে দেবেন।
প্রসঙ্গত, শমীক এই দায়িত্ব পেলেন এক গুরুত্বপূর্ণ সময়ে। বিধানসভা ভোটের আর বেশি সময় নেই। হাতে রয়েছে মাত্র আট মাস। ভোটের আগে সংগঠন মজবুত করা এবং নতুন কর্মীসংযোগ শমীকের প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
রাজ্য রাজনীতিতে শমীক ভট্টাচার্য বরাবরই পরিচিত মুখ। সাংসদ হওয়ার পাশাপাশি তিনি ছিলেন বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্রও। এখন দেখার, নতুন সভাপতির নেতৃত্বে কতটা চাঙ্গা হয় রাজ্য বিজেপি।