অযোধ্যা যাবেন শরদ পওয়ার, তবে ২২ জানুয়ারি নয়

নয়াদিল্লি: আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনে। অযোধ্যার শ্রীরাম জন্মভূমিতে এই মহোৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বহু ভিআইপি অযোধ্যায় যাবেন। একইসঙ্গে এই কর্মসূচিতে বিরোধী দলের নেতাদের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ বার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ার।

শরদ পওয়ার জানান, তিনি অযোধ্যা রাম মন্দিরের অনুষ্ঠানে যোগ দেবেন না। আমন্ত্রণ পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান এক বিবৃতিতে বলেছেন, অনেক বড় অনুষ্ঠান। বিপুল সংখ্যায় ভক্তরা অযোধ্যায় পৌঁছেছেন। তাই ২২ জানুয়ারির পরে দর্শন পাওয়া সহজ হবে। খুব শীঘ্রই অযোধ্যা যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

প্রবীণ রাজনীতিবিদ বলেন, “ভগবান রাম বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাস ও ভক্তির প্রতীক। অযোধ্যায় অনুষ্ঠানের জন্য রাম ভক্তদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে। প্রচুর সংখ্যক ভক্ত সেখানে পৌঁছেছেন। এই ঐতিহাসিক ঘটনার আনন্দ তাঁদের মাধ্যমে আমার কাছে পৌঁছাবে। ২২ জানুয়ারি অনুষ্ঠানের পরে, দর্শন পাওয়া সহজ হবে”।

এর পরে অবশ্য অযোধ্যায় যাওয়ার পরিকল্পনা রয়েছে পওয়ারের। তিনি জানান, খুব শীঘ্রই তিনি অযোধ্যা গিয়ে রাম লালার দর্শন করবেন। একই সঙ্গে তাঁর সংযোজন, “তখন রামমন্দির নির্মাণের কাজও শেষ হয়ে যাবে।”

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে