শরৎ বসু রোডে পাথর দিয়ে থেঁতলে খুন, ধৃত জয়নগরের যুবক

দক্ষিণ কলকাতার শরৎ বসু রোডে স্টোনম্যানের ধাঁচে ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ। মৃত যুবকের নাম সোমনাথ চক্রবর্তী, বাড়ি মহেশতলায়। এই ঘটনায় গ্রেফতার হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা রাজু নস্কর।

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ ঘেঁটে অভিযুক্তকে শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে রাজু খুনের কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিছুদিন আগে মৃত সোমনাথের সঙ্গে রাজুর ঝামেলা হয়েছিল। সেই আক্রোশেই খুন বলে অনুমান।

স্থানীয় এক বাসিন্দা জানান, দেহটি পিচবোর্ডের ওপর পড়েছিল এবং পাশে একটি প্রায় ১০ কেজির বড় পাথরও ছিল। মৃতদেহের কান ও ডান হাতে ছিল গুরুতর আঘাত।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের