প্রথম পাতা খবর ফাইনালে শরথ কমল-সাতিয়ান, ব্যাডমিন্টনে পদক নিশ্চিত

ফাইনালে শরথ কমল-সাতিয়ান, ব্যাডমিন্টনে পদক নিশ্চিত

415 views
A+A-
Reset

টিটিতে ভারতের পদক নিশ্চিত হয়ে গিয়েছে মিক্সড টিম ইভেন্টে। এবারের কমনওয়েলথ গেমসে হতাশ করেছে মেয়েদের টেবল টেনিস দল। অন্যদিকে অচিন্ত্য শরথ কমলের নেতৃত্বাধীন ছেলেদের টিটি টিমের চলতি কমনওয়েলথে দারুণ পারফরম্যান্স।

সোমবার রাতে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। তিন ম্যাচের টাইয়ে তিনটিই জিতে ঝড়ের গতিতে ফাইনালে প্রবেশ শরথ কমলদের। অচন্ত্য শরথ কমল এরপর সিঙ্গলসে অরুণ কাদরিকে ৩-১ গেমে হারান। সিঙ্গলসে জি সাথিয়ান একই ব্যবধানে পরাস্ত করেন ওমোতায়ো ওলাজিডেকে। এই জয়ের সুবাদেই ভারত পৌঁছে যায় ফাইনালে। ফলে নিশ্চিত হয় পদক।

ব্যাডমিন্টনে ভারতের পদক নিশ্চিত হয়ে গিয়েছে মিক্সড টিম ইভেন্টে। সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে উড়িয়ে ভারত পৌঁছে গিয়েছে ফাইনালে। পুরুষদের ডাবলসে প্রথমে ভারতকে জয় এনে দেয় সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। খেলার ফল ২১-১১, ২১-১২।

আরও পড়ুন :

আফগানিস্তানে মার্কিন বিমান হানায় হত ৯/১১-র মাস্টারমাইন্ড আয়মান আল জাওয়াহিরি

মধ্যপ্রদেশের হাসপাতালে ভয়াবহ আগুনে পুড়ে মৃত ১০

বুধবার হবে রাজ্য মন্ত্রিসভার রদবদল, আসছে নতুন মুখ, ঘোষণা মমতার

রাজ্যে আরও ৭ নতুন জেলা, ঘোষণা মমতার

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.