প্রথম পাতা খবর শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০

66 views
A+A-
Reset

জল্পেশের শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০। জানা গিয়েছে, মৃতরা সকলেই জল্পেশের মন্দিরে জল ঢালতে যাচ্ছিলেন। ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতরা আপাতত চিকিৎসাধীন।

শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালতে কোচবিহারের শীতলকুচি থেকে জল্পেশের উদ্দেশে যাচ্ছিলেন ২৫ জন পূর্ণ্যার্থীর একটি দল। গাড়ির ভিতর চলছিল ডিজে (DJ)। ছিল জেনারেটরের ব্যবস্থা। জানা গিয়েছে, কোনও ভাবে ওই জেনারেটরে শর্ট সার্কিট হয়। আর তার জেরেই ঘটে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন ১৬ জন। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সকলেই শীতলকুচি থানা এলাকার বাসিন্দা এবং তাদের পরিবারকে এই মর্মান্তিক ঘটনার কথা জানানো হয়েছে। যে গাড়িটিতে এই দুর্ঘটনা ঘটেছে সেটিকে আটক করা হলেও গাড়ির চালক পলাতক বলে জানানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। পুলিশ ত্রাণ এবং অন্যান্য সব সহায়তার জন্য কাজ শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনার আরও তদন্ত চলছে।

আরও পড়ুন :

কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে এল সোনা

সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে শোকজ্ঞাপণ মুখ্যমন্ত্রীর

রবিবার সাতসকালেই সঞ্জয় রাউতের বাড়িতে হানা ইডির

কমনওয়েলথ গেমসে পঞ্চম পদক ভারতের, সোনা জিতলেন জেরেমি লালরিনুঙ্গা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.