হিমাচলপ্রদেশে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। ব্যাপক ধ্বংসযজ্ঞ।
নয়াদিল্লি: সারা দেশের বেশিরভাগ রাজ্যে বর্ষার বৃষ্টি হচ্ছে। তবে মৌসুমি বৃষ্টি অনেক রাজ্যে বিপর্যয় হয়ে উঠছে। প্রবল বৃষ্টির কারণে, বৃহস্পতিবার সকালে হিমাচলপ্রদেশের কুল্লু, মান্ডি এবং সিমলায় তিনটি জায়গায় মেঘ বিস্ফোরণ ঘটেছে। যাতে প্রায় ৫৯ জন নিখোঁজ হয়েছে। দুজনের মৃত্যুও হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ ও এসডিআরএফের দল। দ্রুত উদ্ধার কাজ চলছে।
মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, এনডিআরএফ, এসডিআরএফ, হোমগার্ড এবং ফায়ার সার্ভিসের দলগুলি ত্রাণ, অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে। সেনাবাহিনীর কাছেও সাহায্য চাওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।
তিনি আরো বলেন, এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ফোনে আলোচনা করা হয়েছে। সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তাঁরা।
রিপোর্ট অনুযায়ী, গতকাল রাত ১২টা নাগাদ মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। এই আবহে ঘুমের ঘোরেই অনেকে জলে ভেসে যান। এদিকে কুলুতে ভেসে গিয়েছে মালানা বাঁধ। এই পরিস্থিতিতে উদ্ধারকাজে বাধা পাচ্ছে উদ্ধারকারী দল।