কলকাতা: বুধবার রাত থেকে অবিরাম বৃষ্টি। আজ, বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গতকালের পর আজও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা এবং সংলগ্ন এলাকায়।
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় টানা বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় বঙ্গের উপরে এখন একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এ ছাড়া রয়েছে মৌসুমি অক্ষরেখা। দুইয়ের প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। সতর্কতা রয়েছে বজ্রপাতেরও।
ও দিকে, উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শুধু পার্বত্য এলাকায়। শনিবার থেকে বৃষ্টি ফের বাড়বে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।