ইসলামপুর: চার কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশের দিনই তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি। এই দুষ্কৃতী হামলায় মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন।
মৃত ওই তৃণমূল নেতার নাম বাপি রায়। তিনি রামগঞ্জ (২) পঞ্চায়েত সমিতির সদস্যা তৃণমূল নেত্রী লাপ্পি রায়ের স্বামী। ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম মহম্মদ সাজ্জাদ। তিনি রামগঞ্জ পঞ্চায়েত প্রধান রাজানুর খাতুনের স্বামী।
বাপির গলায় এবং সাজ্জাদের কোমরে গুলি লাগে। শনিবার রাত এই তিনটি ইসলামপুরের রামগঞ্জ পঞ্চায়েতের (২) শ্রীকৃষ্ণপুর এলাকায়।
ঘটনায় প্রকাশ, একটি হোটেলে ছিলেন দুই তৃণমূল নেতা। সেখানেই হামলা চালায় ১০ জনের দুষ্কৃতী দল। হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা।
ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে যান তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। জখম সাজ্জাদ হোসেনের চিকিৎসা চলছে।