রাজ্যের চার পুরনিগমের ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার সকাল থেকে। দীর্ঘদিন ধরে আটকে ছিল বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগরে ভোটগ্রহণ। অবশেষে এই চার পুরনিগমে ভোট গ্রহণ হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। ভোট নির্বিঘ্নে করাতে মোতায়েন করা হয়েছে প্রায় ন’হাজার রাজ্য পুলিশ।
কিন্তু এত কিছুর পরেও এড়ানো গেলনা অপ্রীতিকর ঘটনা। আসানসোলের জামুড়িয়ায় এদিন ভোট গ্রহণকে কেন্দ্র করে চলল গুলি। আসানসোলের ১২ নং ওয়ার্ডের দুটি বুথ দখল করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় পরস্পর পরস্পরের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূল ও সিপিএম প্রার্থীরা। এই ঘটনার জেরে এলাকায় তৈরি হয়েছে তীব্র আতঙ্ক জনক পরিবেশ।
আসানসোল পুরনিগমের ৪ নং ওয়ার্ডের ৩৫,৩৭,৫৬,৫৮,৬০,৬১ নম্বর বুথে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিজেপির। পাশাপাশি আসানসোলের ১৫ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী আদর্শ শর্মাকে মারধরের অভিযোগও ওঠে শাসক দলের বিরুদ্ধে।
এদিন দুপুর ১টা পর্যন্ত রাজ্যের চার পুর নিগমের ভোট দানের হার যথাক্রমে, বিধাননগরে ভোট পড়ল ৪৫%, আসানসোলে ৪৭%, শিলিগুড়িতে ৪৫% ও চন্দননগরে ৪২%।