কলকাতা: সাধারণতন্ত্র দিবসে আবহে রক্তাক্ত পরিস্থিতি নিউটাউনের পুলিশ ব্যারাকে। ঘটনায় প্রকাশ, বুধবার গভীর রাতে এক সাব-ইন্সপেক্টরকে লক্ষ্য করে গুলি চালান একং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর।
জানা গিয়েছে, টেকনোসিটি থানার ব্যারাকে বসে গল্প করছিলেন পুলিশকর্তারা। ডিউটি সংক্রান্ত আলোচনা চলছিল বলে সূত্রের খবর। অভিযোগ, সে সময় আচমকাই এসআই কৌশিক ঘোষকে লক্ষ্য করে গুলি চালান এএসআই অভিজিৎ ঘোষ। তাঁর সার্ভিস রিভলবার থেকে গুলি চলে বলে খবর। তাঁরা কেউই সেসময় অন ডিউটি ছিলেন না। তাই তাঁদের কাছে কীভাবে সার্ভিস রিভলবার এল, সেই প্রশ্ন উঠছে।
পায়ে গুলি লাগে এসআই-এর। বর্তমানে তিনি বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। অন্যদিকে অভিযুক্ত এএসআ-কে জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর।
এই ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারেট। কৌশিককে প্রাণে মারতেই কি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল? নেপথ্যে রয়েছে কোনো ব্যক্তিগত আক্রোশ? না কি অসাবধানতাবশত গুলি ছুটে গিয়েছিল, সে সবই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।