চতুর্থীর সন্ধ্যায় ফের আলোচনার কেন্দ্রে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাড়ে তিন ঘণ্টা বৈঠক করলেন তিনি। উপস্থিত ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন বলেন, “অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। ও অনেক পরিণত। অভিষেকের সঙ্গে সাক্ষাতে আমি মুগ্ধ, সমৃদ্ধ।”
এই সাক্ষাৎ যে নিছক সৌজন্য নয়, তা স্পষ্ট করেছেন শোভন নিজেই। জানিয়েছেন, তৃণমূলে সক্রিয় হওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি দলের কাজে অংশগ্রহণে আগ্রহী। তাঁর কথায়, “দল আমাকে যেখানে যে পরিস্থিতিতে কাজে লাগাবে, আমি তা-ই করব।”
রাজনৈতিক জীবনে তৃণমূলের সংগঠনে একসময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন শোভন। কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও, তিনি কখনও সক্রিয় হননি। পরবর্তীতে বিজেপিও ত্যাগ করে রাজনীতি থেকে সরে যান। তবে গত কয়েক বছরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ফের ঘনিষ্ঠ হয়।
চতুর্থীর সাক্ষাতের পর রাজনৈতিক মহলের অভিমত, এদিনের বৈঠক শোভনের তৃণমূল রাজনীতিতে প্রত্যাবর্তনেরই ইঙ্গিত।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, “আমার কাছে এটা শ্রেষ্ঠ শারদ উপহার। শোভনের সক্রিয়তা সময়ের অপেক্ষা।” তিনি আরও জানান, “মমতাদির সঙ্গে শোভনের ভালোবাসার সম্পর্কটা আমি বারবার দেখেছি, আজ দেখলাম অভিষেক-শোভনের মধ্যেও গভীর আবেগ।”
শোভন নিজেও বলেন, “আমি আবার কাজ করতে চাই। রাজনীতিতে ফিরতে চাই এবং সেটা তৃণমূলে থেকেই। কারণ তৃণমূল আমার কাছে শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা আমার পরিবার, রক্তের সম্পর্ক।”
চতুর্থীর এই সাক্ষাৎ যে তৃণমূল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে।