সাত বছর পর আবারও প্রশাসনে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে তাঁকে ‘নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনকেডিএ)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। শুক্রবারই শোভন চট্টোপাধ্যায়কে এই নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
এতদিন পর্যন্ত এনকেডিএ-র চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার সেই পদে আসীন হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়।
নতুন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে শোভন বলেন, “মমতাদির এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা এখন আমার প্রথম কর্তব্য। নিউটাউন খুব দ্রুত বিকশিত হচ্ছে। সেই গতির সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের পরিকাঠামো প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়া আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “কলকাতা পুরনো শহর, আর নিউটাউন একেবারে নতুন। তাই দ্রুত সবটা বুঝে নেওয়া এবং পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করাই আমার অগ্রাধিকার। ছোটবেলা থেকে পুর প্রশাসনের সঙ্গে যুক্ত, কাউন্সিলর, বিধায়ক, মেয়র, মন্ত্রী— সব পদেই দায়িত্ব পালন করেছি। এবার মমতাদির বিশ্বাসের মর্যাদা রেখে নিউটাউনের উন্নয়নে আমি সর্বশক্তি নিয়োগ করব।”
রাজনৈতিক মহলের মতে, এই পদে শোভনের প্রত্যাবর্তন শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। দীর্ঘ বিরতির পর তাঁর ফের সরকারি দায়িত্বে ফিরে আসা রাজ্য রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করা হচ্ছে।