শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরতে চলেছে : কুণাল ঘোষ

কুণাল ঘোষ এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী এখন তৃণমূলে ফিরতে চাইছেন। বিজেপি-তে উনি ওনার যোগ্য সম্মান পাচ্ছেন না। পুরভোটে অধিকারী পরিবারের কাউকে বিজিপি টিকিট দেয়নি। অথচ কাঁথিতে অধিকারী পরিবারের আধিপত্য আছে দীর্ঘদিন ধরে। এর ফলে এই আধিপত্য নষ্ট হতে চলেছে।

কুণাল ঘোষ আরও বলেন বিজেপি-তে থেকে কোনও কাজ করতে পারবেন না সেটা উনি বুঝতে পেরেই দরজা-জানলায় টোকা মারার কাজটা শুরু করেছেন। এখন বিজেপি-তে আদি বিজেপি ও তৎকাল বিজেপি দ্বন্দ্ব চলছে।

যদিও কুণাল ঘোষের এই দাবির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শুভেন্দু অধিকারীর কাছ থেকে।

অন্যদিকে বিজেপি এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, শুভেন্দুর বিজিপির প্রতি পূর্ণ আস্থা আছে।   

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন