প্রথম পাতা খবর সিআইডি দফতরে হাজিরা এড়ালেন শুভেন্দু আধিকারী

সিআইডি দফতরে হাজিরা এড়ালেন শুভেন্দু আধিকারী

383 views
A+A-
Reset

ডেস্ক : সোমবার সিআইডি-র দফতরে হাজিরা দিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ই-মেল করে তিনি এই বার্তা জানিয়ে দিয়েছেন।

প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যুর মামলায় শুভেন্দুকে তলব করেছিল সিআইডি। সোমবার তাঁকে ভবানীভবনে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়।

এ দিন সকাল থেকেই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তত ছিল পাঁচ সদস্যের সিআইডি টিম। কিন্তু ই-মেল করে হাজিরা এড়িয়ে যান শুভেন্দু অধিকারিক।

তাঁর চিঠি পাওয়ার পর জরুরি ভিত্তিতে বৈছকে বসেন সিআইডি আধিকারীকেরা। শুভেন্দুকে নতুন করে কোন সমন পাঠানো হবে নাকি অন্য কোন আইনি প্রক্রিয়া নেওয়া হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। তবে কী সিদ্ধান্ত হয়েছে তা জানা যায়নি।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলীয় কর্মসূচির জন্য তিনি দিনভর বাঁকুড়ায় থাকবেন। তাই সিআইডি দফরতে হাজিরা দিতে পারেননি বিরোধী দলনেতা।

২০১৮ সালে তৎকালীন তৃণমূলের মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই ঘটনায় সম্প্রতি খুনের অভিযোগ দায়ের করেন শুভব্রতের স্ত্রী। তারই তদন্ত শুরু করেছে সিআইডি।

আরও পড়ুন : ভবানীপুরে উপনির্বাচন ভেস্তে দিতে আদালতে যাচ্ছে BJP

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.