নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে শুভেন্দুই বিজেপির প্রার্থী, ভবানীপুরে লড়তে পারেন বাবুল

নয়াদিল্লি : নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীই। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবর অনুযায়ী, ভবানীপুর থেকে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করতে পারে বিজেপি। এ ব্যাপারে তাঁর যে কোনো আপত্তি নেই, সেটা দলকে ইঙ্গিত দিয়ে রেখেছেন বাবুল।

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলা কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে দু’টি পর্বের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। আজ শুক্রবার অথবা শনিবার তা ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৈঠকের পর বলেন, ‘‘তালিকা শনিবার প্রকাশ করা হবে কি না তা কেন্দ্রীয় নেতারা ঠিক করবেন। তবে আলোচনা শেষ হয়ে গিয়েছে।’’

দিলীপবাবু কি প্রার্থী হচ্ছেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান,‘‘আমাকে এখনও প্রার্থী হওয়ার ব‌্যাপারে কেউ কিছু বলেননি।’’

আরও পড়ুন : দিদি বনাম বাকি সব, তাই বিধানসভা ভোটে প্রার্থী দেবে না শিবসেনা

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক