বিজেপি যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বললেন অমিত শাহ আমার বড়দাদা

নিজস্ব প্রতিনিধি : ৬ জন তৃণমূল বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। এ ছাড়া সিপিআই, সিপিএম এবং কংগ্রেসের একজন করে বিধায়ক রয়েছেন।

এ দিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে মঞ্চে ওঠেন শুভেন্দু। দলে যোগ দিয়ে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, আমিত শাহ আমার বড় দাদা।’’ তিনি আরও বলেন, ‘‘আমি নেতাগিরি করব না। বিজেপির পতাকা লাগাতে বলল লাগাব, দেওয়াল লিখতে বললে লিখব। ছাত্র রাজনীতি করে উঠে এসেছি।’’

শুভেন্দু বলেন, ‘‘ মা কাউকে বলতে হলে নিজের মা আর ভারত মাতাকে মা বলব।’’

বেশ কিছু দিন ধরে তাঁর দলবদলের জল্পনার মধ্যে ধারনা করা হচ্ছিল শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন। শনিবার মেদিনীপুর কলেজ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন।

বিজেপি যোগদানের আগে তিনি তৃণমূলকর্মীদের উদ্দেশে খোলা চিঠি দেন।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা