জামুড়িয়ায় ৬০০ কোটি টাকার বিনিয়োগে ইস্পাত উৎপাদন বাড়াচ্ছে শ্যাম মেটালিকস

কলকাতা: পশ্চিমবঙ্গের জামুড়িয়ায় ফের বড়সড় লগ্নি করতে চলেছে শ্যাম মেটালিকস অ্যান্ড এনার্জি লিমিটেড। এই অঞ্চলে তাদের ইস্পাত কারখানার সম্প্রসারণের জন্য ৬০০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নতুন এই বিনিয়োগের মাধ্যমে জামুড়িয়ার ইস্পাত কারখানায় বসানো হচ্ছে অত্যাধুনিক একটি ব্লাস্ট ফার্নেস, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ০.৭৭ মিলিয়ন টন।

শ্যাম মেটালিকসের ভাইস-চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ব্রিজভূষণ আগরওয়াল জানিয়েছেন যে, এই নতুন ব্লাস্ট ফার্নেস বসানোর ফলে ইস্পাত উৎপাদনে ব্যাপক বৃদ্ধি আসবে। এটি অত্যাধুনিক প্রযুক্তি এবং ‘হটব্লাস্ট’ প্রক্রিয়া ব্যবহার করে উচ্চচাপ ও তাপমাত্রায় লোহাকে গলাতে সক্ষম হবে। এর ফলে ইস্পাত উৎপাদনের গুণগত মান বাড়বে এবং বাজারে চাহিদা মেটাতে আরও সক্ষম হবে সংস্থাটি।

ব্রিজভূষণ আগরওয়াল আরও বলেন, “জামুড়িয়ায় এই উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।” শ্যাম মেটালিকসের এই বিনিয়োগ পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন