একটানা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ ধস, আটকে দেড় হাজার পর্যটক, মৃত অন্তত ৬

শেষ কয়েকদিন ধরে সিকিম জুড়ে অতিভারী বৃষ্টি হচ্ছে। তার জেরে জল বেড়েছে তিস্তা নদীতে। লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। পরিস্থিতি এমনই যে, গোটা দেশের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পর্যটনের জন্য বিখ্যাত লাচুং, লাচেন-সহ বহু এলাকার।

বৃষ্টি এবং ধসের জেরে উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। বহু বাড়ি জল এবং ধসের জেরে ভেঙে পড়তে শুরু করেছে বলে খবর। স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলাকারী দল হাজির হয়ে যাতে উদ্ধার কাজ শুরু করে, সে বিষয়ে জরুরি পদক্ষেপ করা হচ্ছে বলে খবর।

বিপর্যয় প্রাণ কেড়েছে ছ’জনের। ভয়াবহ পরিস্থিতি সিকিমের মঙ্গন জেলায়। মঙ্গনের জেলাশাসক হেমকুমার ছেত্রী বলেন, ‘‘পাকশেপ ও অম্ভিথাং গ্রাম মিলিয়ে মোট ছ’জনের মৃত্যু হয়েছে।’’ একটানা বৃষ্টিতে সিকিমের মঙ্গন জেলায় ধস নামে। যার জেরে ১ জনের মৃত্যুর খবর মেলে। পাশাপাশি সিকিমে ধসের জেরে ৫ জনের খোঁজ এখনও মেলেনি বলে জানা যাচ্ছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এখনও পর্যন্ত অন্তত দেড় হাজার পর্যটকের আটকে পড়ার খবর মিলেছে। সিকিমের পরিস্থিতির জেরে বিপর্যস্ত১০ নম্বর জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে পর্যটকের যাতায়াতের জন্য বিকল্প পথ বলে দিয়েছে পশ্চিমবঙ্গের কালিম্পঙের জেলা প্রশাসন। জানানো হয়েছে, ছোট গাড়ি আপাতত মানসং-১৭ মাইল-আলগাড়া-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে পারবে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন