শিলিগুড়ির বিধান মার্কেটে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার উত্তরকন্যা থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ছ’টি দোকানের মালিককে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আংশিক ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, বিধান মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকানগুলি পুনর্গঠন করার জন্য শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দুর্গাপুজোর আগেই পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়। এছাড়াও, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে মার্কেটের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর, মন্ত্রী অরূপ বিশ্বাস রবিবার সন্ধ্যায় মেয়র গৌতম দেবের সঙ্গে বিধান মার্কেটে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি ক্ষতির পরিমাণ পর্যালোচনা করেন এবং ব্যবসায়ীদের আশ্বাস দেন যে রাজ্য সরকার সবরকম সহায়তা প্রদান করবে।