শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে রংপোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, অন্তত চারজনের মৃত্যুর আশঙ্কা

শিলিগুড়ি: শনিবার সকালে শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। রংপোর কাছে বাসটি গভীর খাদে উলটে যায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই মর্মান্তিক ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যটক বোঝাই বাসটি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল। রংপোর আন্ধেরির কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তিস্তা নদীর খাদে গিয়ে পড়ে সেটি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও পুলিশ। আহত যাত্রীদের দ্রুত রংপো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, বাসটিতে ২০ জনেরও বেশি যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত বলে জানা গিয়েছে। তবে এই সংক্রান্ত বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা জানানো হয়নি।

উদ্ধারকাজ এখনও চলছে এবং আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাস্থলে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে