রেড রোডে হনুমান জয়ন্তী পালনের অনুমতি দিল না কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, হলফনামা আদান-প্রদানের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, মামলাকারীদের উত্তর জমা দিতে হবে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে। মামলার পরবর্তী শুনানি জুলাইয়ে।
এই রায়কে চ্যালেঞ্জ করে দ্রুত প্রধান বিচারপতির দ্বারস্থ হয় হিন্দু সেবা দল। মামলা দায়েরের অনুমতি পায় তারা, আজই হতে পারে সেই মামলার শুনানি। উল্লেখ্য, শনিবার ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত রেড রোডে হনুমান চালিশা পাঠের আয়োজন করতে চেয়েছিল হিন্দু সেবা দল। সেনার অনুমতি থাকলেও পুলিশের অনুমতি না মেলায় তারা আদালতের দ্বারস্থ হয়েছিল।
প্রসঙ্গত, শুক্রবার শুভেন্দু অধিকারীর একটি পৃথক মামলায় হনুমান জয়ন্তী পালনের অনুমতি দিয়েছে হাই কোর্ট, তবে কিছু শর্তসাপেক্ষে।