সিঙ্গুরে আবার শিল্প ফেরানোর পথে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার নবান্নে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৫০০ কোটি টাকার বিনিয়োগে একটি আধুনিক ওয়্যারহাউস প্রকল্প অনুমোদন করা হয়েছে। নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস লিমিটেড এই প্রকল্পে বিনিয়োগ করবে বলে জানানো হয়েছে। ৯৯ বছরের জন্য মোট ১১.৩৫ একর জমি লিজে দেওয়া হয়েছে সংস্থাকে।
সরকারি মহলের আশা, এই ওয়্যারহাউস চালু হলে অ্যামাজন, ফ্লিপকার্ট সহ বড় ই-কমার্স কোম্পানির পরিষেবা আরও দ্রুত ও নিশ্চিন্ত হবে। সেই সঙ্গে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
এক সময় টাটা প্রকল্প বাতিলের পর সিঙ্গুর ‘শিল্পবিরোধী’ তকমা পেয়েছিল বলে তৃণমূল বিরোধীদের দাবি ছিল। কিন্তু দীর্ঘ ১৪ বছরের ব্যবধানে সেই সিঙ্গুরেই বড় শিল্প বিনিয়োগ এনে নতুন বার্তা দিল রাজ্য।
১৬০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ প্রকল্প
রাজ্যে বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা মেটাতে পিপিপি মডেলে নিউ সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত হয়েছে। জেএসডাব্লিউ এনার্জি লিমিটেড নিলামে প্রতি ইউনিট ৫.৮১ টাকায় বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে। দুটি ইউনিটে ৮০০+৮০০ মেগাওয়াট মিলিয়ে মোট ১৬০০ মেগাওয়াট উৎপাদন হবে। জমি নির্বাচন ও অধিগ্রহণের দায়িত্ব সংস্থার।
মাদার ডেয়ারি ও বাংলা ডেয়ারি এক ব্র্যান্ডে
বৈঠকে মাদার ডেয়ারি ক্যালকাটা ও বাংলা ডেয়ারিকে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নতুন পরিচয় — ‘বাংলা ডেয়ারি’। রাজ্যের দুগ্ধ ব্যবসায় ব্র্যান্ড আইডেন্টিটি মজবুত হবে বলে মনে করা হচ্ছে।
হাওড়ায় জুয়েলারি পার্ক, শিল্পাঞ্চলে জমি বরাদ্দ
হাওড়ার অঙ্কুরহাটিতে ০.৫ একর জমি বরাদ্দ দিয়ে জেমস অ্যান্ড জুয়েলারি পার্কের দ্বিতীয় পর্যায় গঠনের অনুমোদন মিলেছে। কারিগরি শিক্ষা দফতর সেখানে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করবে।
পাশাপাশি আরও কয়েকটি শিল্পাঞ্চলে জমি বরাদ্দ—
- বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক – ৩০.৪২ একর
- পানাগড় – ১.৩৭ একর
- হরিণঘাটা – ২.৭৭ একর
- জঙ্গল সুন্দরী কর্মনগরী – ১৫৫ একর
- ডোমজুড় জুয়েলারি পার্কে অফিস স্পেস – ২০,২৬০ বর্গফুট
প্রশাসনিক নেতৃত্বের দাবি, এই সব মিলিয়ে শিল্প, বিদ্যুৎ ও পরিকাঠামো খাতে রাজ্যের অগ্রগতিতে নতুন দিক খুলে গেল।