প্রথম পাতা খবর টাটার বিরুদ্ধে নয়, বামফ্রন্ট সরকারের ভুল নীতির বিরুদ্ধেই সিঙ্গুর আন্দোলন, দাবি বেচারাম মান্নার

টাটার বিরুদ্ধে নয়, বামফ্রন্ট সরকারের ভুল নীতির বিরুদ্ধেই সিঙ্গুর আন্দোলন, দাবি বেচারাম মান্নার

363 views
A+A-
Reset

কলকাতা: বুধবার রাতে প্রয়াত হয়েছেন কিংবদন্তি শিল্পপতি রতন টাটা। ভারতের শিল্পক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। সিঙ্গুরে তাঁর ছোটো গাড়ি ন্যানো তৈরির উদ্যোগও বহুচর্চিত। ২০০৬ সালে তৎকালীন বাম সরকারের অধীনে সিঙ্গুরে এই প্রকল্পের ঘোষণা হলেও, নানা কারণে পিছিয়ে যেতে হয়েছিল তাঁকে।

রতন টাটার প্রয়াণের খবর শুনে সিঙ্গুরের ভূমিপুত্র এবং মন্ত্রী বেচারাম মান্না সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, “টাটা গোষ্ঠী বা রতন টাটার বিরুদ্ধে কোনও আন্দোলন ছিল না। বরং, ভুল জমি নীতির বিরুদ্ধে এবং তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে ওই আন্দোলন গড়ে উঠেছিল।”

তাঁর মতে, রতন টাটার নেতৃত্বে সিঙ্গুরের শিল্প নগরী হওয়ার স্বপ্ন বর্তমানে ভেঙে গেছে। তিনি বলেন,, রতন টাটা সিঙ্গুরের কৃষকদের জন্য একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিলেন, যা এখন হতাশায় পরিণত হয়েছে।

প্রসঙ্গত, সিঙ্গুর থেকে গুজরাতের সানন্দে সরিয়ে নিয়ে যাওয়ার পরেও ন্যানো ‘বাণিজ্যসফল’ প্রকল্প হয়নি। সেই গাড়ির উৎপাদনও বন্ধ করে দেয় টাটা মোটরস।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.