Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এনুমারেশনের পর্ব শেষলগ্নে: পশ্চিমবঙ্গে ফর্ম বিলি প্রায় শেষ, ডিজিটাইজেশনও ৯৯% ছুঁইছুঁই—দেশে সবচেয়ে পিছিয়ে উত্তরপ্রদেশ - NewsOnly24

এনুমারেশনের পর্ব শেষলগ্নে: পশ্চিমবঙ্গে ফর্ম বিলি প্রায় শেষ, ডিজিটাইজেশনও ৯৯% ছুঁইছুঁই—দেশে সবচেয়ে পিছিয়ে উত্তরপ্রদেশ

আগামী ১১ ডিসেম্বর শেষ হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রথম ধাপ—এনুমারেশন ফর্ম আপলোডের সময়সীমা। হাতে আর মাত্র পাঁচ দিন বাকি। এই পরিস্থিতিতেই নির্বাচন কমিশন শনিবার পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, পশ্চিমবঙ্গে এনুমারেশনের কাজ কার্যত শেষ পর্যায়ে। রাজ্যে এখনও পর্যন্ত ৯৯.৯৭ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। ফর্ম বিলি বাকি মাত্র ২০ হাজার। ডিজিটাইজ়েশনও প্রায় শেষ—হয়ে গিয়েছে মোট ৯৯.৪৩ শতাংশ

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে পশ্চিমবঙ্গেও চলছে এসআইআর প্রক্রিয়া। কমিশন জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত দেশে মোট ৫০ কোটি ৯৩ লক্ষেরও বেশি ফর্ম বিলি করা হয়েছে। এর মধ্যে ৪৯ কোটি ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজ় করা হয়েছে। সময়সীমা শেষের মুখে বিলি, সংগ্রহ ও ডিজিটাইজ়েশনের কাজ পুরোদমে চলছে বলে জানিয়েছে কমিশন।

পশ্চিমবঙ্গের পরিসংখ্যান আরও স্পষ্ট—মোট ভোটারের সংখ্যা যেখানে ৭,৬৬,৩৭,৫২৯, সেখানে এনুমারেশন ফর্ম বিলি হয়েছে ৭,৬৬,১৬,৮৪০টি। ডিজিটাইজ় হয়েছে ৭,৬১,৯৬,৮৭১টি ফর্ম। নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকদের মতে, আগামী কয়েক দিনের মধ্যেই ১০০ শতাংশ বিলি ও আপলোড সম্পূর্ণ হবে।

একে একে কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য ইতিমধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করেছে। লক্ষদ্বীপ, রাজস্থান, গোয়া এবং আন্দামান ও নিকোবর—এই চার জায়গায় ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। লক্ষদ্বীপ ও রাজস্থানে আবার ১০০ শতাংশ ডিজিটাইজ়েশনও শেষ।

কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তীসগঢ় ও উত্তরপ্রদেশে ৯৯ শতাংশের বেশি ফর্ম বিলি হয়েছে। তবে ডিজিটাইজ়েশনের ক্ষেত্রে দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে উত্তরপ্রদেশ। সেখানে মাত্র ৯৪.০৪ শতাংশ ফর্ম ডিজিটাইজ় করা সম্ভব হয়েছে। বাকি অংশ দ্রুত আপলোড করার জন্য কমিশন নির্দেশিকা পাঠিয়েছে।

এসআইআর-এর প্রথম ধাপে সময়সীমা শেষ হওয়ার আগে কমিশনের এই পরিসংখ্যান পরবর্তী রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতির রূপরেখা আরও স্পষ্ট করে দিল। আগামী ধাপ সম্পূর্ণ হলে যে কোনও দিন ঘোষণা হতে পারে নির্বাচনসূচি।

Related posts

নির্বাচন উত্তাপ বাড়ছে: মোদির আগেই নদিয়ায় সভা মমতার, নিরাপত্তা খতিয়ে দেখতে এডিজির পরিদর্শন

‘সাম্প্রদায়িকতার আগুন জ্বালাতে দেবে না বাংলা’—সংহতি দিবসে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

উচ্চ মাধ্যমিকে চিরাচরিত অ্যাডমিট কার্ডের অবসান: অনলাইনেই মিলবে অ্যাডমিট, স্কুলে প্রিন্ট করে দেওয়া হবে পরীক্ষার্থীদের