SIR (Special Intensive Revision)-এর শুনানি পর্বে সাধারণ ভোটারদের হয়রানি বন্ধের দাবিতে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নির্বাচন কমিশন-কে পঞ্চম চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটারদের দেওয়া নথিপত্র কমিশন গ্রাহ্য করছে না, এমনকি প্রাপ্তিস্বীকারও দিচ্ছে না। চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে তিনি সতর্ক করেন, এই পদ্ধতি চললে যে কোনও সময়ে যে কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, সামান্য বানান ভুল বা তুচ্ছ সমস্যার জন্যও শুনানির নোটিস পাঠানো হচ্ছে। তাঁর দাবি, বহু ক্ষেত্রে অফিসে বসেই সমস্যা মেটানো সম্ভব, অথচ মানুষকে নোটিস দিয়ে ডেকে এনে সময় ও অর্থ নষ্ট করা হচ্ছে। আরও অভিযোগ, নির্বাচন কমিশন নিজেদের পুরনো নির্দেশই মানছে না। আগে বলা হয়েছিল, তথ্য না মিললে তবেই নোটিস যাবে, কিন্তু এখন সব তথ্য মেলার পরেও নোটিস পাঠানো হচ্ছে।
চিঠিতে মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, ভোটার তালিকা সংশোধন প্রয়োজন, কিন্তু তা যেন প্রকৃত ভোটারদের বাদ দিয়ে না হয়। এর আগেও তিনি এসআইআর প্রক্রিয়ায় সংবেদনশীলতার অভাবের অভিযোগ তুলেছিলেন। অন্য দিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা চিঠিতে দাবি করেন, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর দাবি করা মৃত্যুর সংখ্যাকে তিনি মনগড়া বলে উল্লেখ করেন। ফলে এসআইআর ঘিরে কমিশন বনাম রাজ্য রাজনীতির সংঘাত আরও তীব্র হল।