এবার নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে নেতাজি পরিবারের সদস্যকেও—এই প্রশ্ন ঘিরেই তোলপাড় রাজ্য রাজনীতি। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত শুনানিতে ডাকা হয়েছে চন্দ্র বসু যিনি দেশনায়ক Netaji Subhas Chandra Bose-এর প্রপৌত্র। নোটিস হাতে পেয়ে বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চন্দ্র বসু। নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি প্রশ্ন তুলেছেন, “নেতাজির প্রপৌত্র আমি, আমাকেই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? কোন পথে এগোচ্ছে ভারত?”
নেতাজির পরিবারের সদস্যকে এভাবে শুনানির জন্য নোটিস পাঠানো নিয়ে বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর শোরগোল। সামাজিক মাধ্যম থেকে রাজনৈতিক মহল—সব জায়গাতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে যুক্ত একটি পরিবারের সদস্যকে এইভাবে নোটিস পাঠানো অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এই বিতর্কে চাপে পড়ে নোটিস পাঠানোর কারণ ব্যাখ্যা করেছে রাজ্য নির্বাচন দফতর। কমিশনের তরফে জানানো হয়েছে, চন্দ্র বসুর এনুমারেশন ফর্মে তথ্য অসম্পূর্ণ ছিল। বিশেষ করে ‘লিঙ্কেজ’ সংক্রান্ত কলামটি পূরণ করা হয়নি। সেই কারণেই নিয়ম অনুযায়ী তাঁকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। তবে এই ব্যাখ্যায় বিতর্ক থামবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সূত্র: সংবাদ প্রতিদিন