রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছে। এনুমারেশন ফর্ম জমা ও তথ্য আপলোডের কাজ শেষ হওয়ার পর আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তবে তার আগে নির্বাচন কমিশনে জমা পড়া তথ্য বিশ্লেষণ করে বহু কেন্দ্রেই বড় রদবদলের ইঙ্গিত মিলছে। প্রাথমিক হিসেবে জানা গিয়েছে, ভবানীপুর ও নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্র ছাড়াও কলকাতা ও জেলাজুড়ে বহু জায়গায় ভোটারের নাম ব্যাপকভাবে বাদ পড়তে পারে।
কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে ৫৭ লক্ষের বেশি ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা ধরা হয়েছে। মৃত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটারের সংখ্যা যুক্ত করেই এই হিসেব। এখন চলছে বিধানসভা কেন্দ্রভিত্তিক এই সংখ্যা খতিয়ে দেখার কাজ।
ভবানীপুরে ২০২৫ সালের তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ছিল ১,৬১,৫০৯। তার মধ্যে এই কেন্দ্র থেকেই ৪৪,৭৮৭ জন ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে—যা এই হাইপ্রোফাইল কেন্দ্রের প্রায় এক-চতুর্থাংশ। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে ভোটার সংখ্যা ছিল ২,৭৮,২১২। সেখানে প্রাথমিক হিসেব বলছে ১০,৫৯৯ জনের নাম বাদ পড়তে পারে।
কলকাতা জুড়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বড়সড় বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মেয়র ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে বাদ পড়তে পারে ৬৩,৭৩০ ভোটারের নাম, যা শহরের মধ্যে সর্বাধিকের মধ্যে একটি। টালিগঞ্জে বাদ যাওয়ার সংখ্যা ৩৫ হাজারের কিছু বেশি হতে পারে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দমদম কেন্দ্র এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিম কেন্দ্রেও উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়ে যেতে পারে বলে প্রাথমিক আন্দাজ মিলেছে।
সব মিলিয়ে, এসআইআর-এ এই বৃহৎ রদবদল ভোটার তালিকা কতটা পরিষ্কার ও হালনাগাদ করবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এখন অপেক্ষা ১৬ ডিসেম্বর—খসড়া তালিকা প্রকাশেই স্পষ্ট হবে কোন কেন্দ্র থেকে আসলে কতজন ভোটারের নাম বাদ পড়ল।