খড়গপুর: লক্ষ্মী পুজোর ভোরে খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ৪০৭ গাড়িতে ধাক্কা মারে সিমেন্ট বোঝাই লরি। লরির ধাক্কায় মৃত্যু কমপক্ষে ৬ জনের। আহত আরও বেশ কয়েকজন।
ঘটনায় প্রকাশ, ভোর তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের ডেবরা টোল প্লাজা থেকে এক কিলোমিটার দূরে। পুজোর জন্য ফুল লোডিং চলছিল। গাড়ি যাওয়ার কথা ছিল কোলাঘাট। সেই সময় সিমেন্ট বোঝাই একটি লরি তাল সামলাতে না পেরে সজোরে এসে ধাক্কা মারে ফুলের গাড়িতে। এরপর পাশের নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি।
১৬ নম্বর জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। মৃত্যু হয়েছে চালক-সহ ৬ জনের। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একজনকে কলকাতায় পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে প্রায় ২০ থেকে ২২ জন ফুলচাষি ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। যাঁরা মারা গিয়েছেন তাঁদের প্রত্যেকের বাড়িই খড়গপুর লোকাল থানার অন্তর্গত বলে জানা যাচ্ছে।