বছরের শেষে ফের একবার রক্তাক্ত হল ভূস্বর্গ কাশ্মীর। সরাসরি সেনা ও জঙ্গি সংঘর্ষ আর তারপর সেনার এনকাউন্টারে শেষপর্যন্ত খতম ৬ জেহাদি। যার মধ্যে ২ জন পাকিস্তানি রয়েছে বলেও প্রমাণ পাওয়া গিয়েছে।
অবশ্য এই এনকাউন্টার চলার সময় দুই সেনা জওয়ান এবং এক পুলিশ আধিকারিকও আহত হন বলে জানা গিয়েছে। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাত থেকেই কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছিল সেনা ও পুলিশ এর যৌথ বাহিনী।
কাশ্মীরের নওগাম ও কুলগাম এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর সম্বন্ধে নিশ্চিত হবার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। এরপর ভোর রাত থেকে শুরু হয় সংঘর্ষ।
জানা গিয়েছে জঙ্গীরা সংখ্যায় ছিল ৬ জন। এরা সবাই ছিল জঙ্গি সংগঠন জইস-ই-মহম্মদ এর জেহাদি সদস্য। সংঘর্ষের শেষে ছয় জঙ্গিকেই নিকেশ করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। খতম জঙ্গিদের মধ্যে চরবজনকে শনাক্ত করা গিয়েছে। যার মধ্যে দুজন পাকিস্তানি রয়েছে। সংঘর্ষের শেষে কাশ্মীর পুলিশের তরফে টুইটারে এই বার্তা দেওয়া হয়েছে এবং এই ঘটনাকে একটা বড় সাফল্য বলেও উল্লেখ করা হয়েছে।