শহর কলকাতায় শিশু বিক্রির অভিযোগ। ঘটনায় প্রকাশ, রূপালি মণ্ডল নামে এক মহিলা তাঁর ২১ দিনের শিশুকন্যাকে বিক্রি করে দিয়েছেন কল্যাণী গুহ নামে মেদিনীপুরের এক মহিলার কাছে।
জানা গিয়েছে, দালাল মারফত মেদিনীপুরের বাসিন্দা এক মহিলার কাছে নিজের ২১ দিনের শিশুকে বিক্রি করে দিয়েছিলেন ওই অভিযুক্ত মহিলা। মেদিনীপুরের ওই মহিলার কলকাতায় একটি বাসস্থান আছে। তাঁর কাছে ২১ দিনের শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে কিছুদিন আগে আনন্দপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। ঘটনায় শিশু পাচারের অভিযোগে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
সন্দেহ করা হচ্ছে, শিশু বিক্রির চক্রটি দীর্ঘদিন ধরে কলকাতায় কাজ করছে। আইভিএফ সেন্টারগুলোর আড়ালে চলছিল শিশু পাচারের চক্র। টার্গেট করা হতো নিঃসন্তান দম্পতিদের। ৪ থেকে সাড়ে ৪ লক্ষ টাকা খরচ করলেই মিলবে সদ্যোজাত, দেওয়া হতো এমনই টোপ।