দার্জিলিঙে চেনা ছন্দে শীত, সান্দাকফুতে শুরু তুষারপাত

নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে শীত আবার ফিরেছে তার চেনা ছন্দে। বুধবার দার্জিলিঙে ঠান্ডা বেড়েছে, আর সান্দাকফুতে শুরু হয়েছে তুষারপাত। পর্যটকদের ভিড়ে জমজমাট দার্জিলিং শৈলশহর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ঠান্ডা পড়েছে জাঁকিয়ে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃহস্পতিবার থেকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশার সতর্কতা নেই।

হাওয়া অফিস জানিয়েছে, ৮ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। শৈলশহরে বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে, তুষারপাতের কারণে পূর্ব এবং উত্তর সিকিম ঢেকেছে বরফের চাদরে। দার্জিলিঙের কিছু অংশেও তুষারপাত হয়েছে। এর প্রভাব পড়েছে সমতলের আবহাওয়ায়, যেখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমে গিয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক