প্রথম পাতা খবর আজ থেকে স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে যোগ দিলেন ক্যান্সার আক্রান্ত সোমা

আজ থেকে স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে যোগ দিলেন ক্যান্সার আক্রান্ত সোমা

293 views
A+A-
Reset

আজ থেকে স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে যোগ দিলেন ক্যান্সার আক্রান্ত সোমা। আজ, শনিবার বীরভূমের নলহাটি থানার মধুরা হাইস্কুলে সহ-শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন তিনি। চাকরির দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছিলেন সোমা। সোমাকে দ্রুত নিয়োগের জন্য রাজ্য সরকারকে সুপারিশ করেছিল কলকাতা হাইকোর্ট৷ সেই সুপারিশ পেয়েই এসএসসি-কে সোমার চাকরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেয় নবান্ন৷ তার পর আজই বীরভূমের নলহাটির এক নম্বর ব্লকের মধুরা হাইস্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে যোগ দিলেন সোমা৷

তিনি চাকরি পেলেও এসএসসি-র চাকরির দাবিতে আন্দোলনকারী সঙ্গীদের পাশ থেকে সরবেন না, তা আগেই জানিয়েছিলেন সোমা৷ এ দিনও চাকরিতে যোগদান করার পর তিনি বলেন, ‘গান্ধি মূর্তির নীচে ওই মঞ্চে আমি নিশ্চয়ই ফিরে যাবো৷

চাকরিতে যোগ দিয়ে সোমা বলেন, ‘শিক্ষকতার স্বপ্ন আমি অনেক ছোট থেকে দেখতাম৷ এই স্বপ্ন আরও চার বছর আগে পূরণ হওয়ার কথা ছিল৷ কিন্তু দুর্নীতির কারণে সেই স্বপ্ন শেষ হতে বসেছিল৷ সেই স্বপ্ন আজ পূরণ হল এসএসসি আন্দোলনকারীদের মঞ্চ, আমার আইনজীবী এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য৷ সেই জন্য এই লড়াইতে যাঁরা আমার পাশে থেকেছে, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি৷’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.