‘কিছু মানুষ মানবাধিকারের নামে দেশের ক্ষতি করছেন’: মোদী

ডেস্ক: ‘কিছু মানুষ মানবাধিকার লঙ্ঘনের নামে দেশের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করেন। মানুষের উচিত এ বিষয়ে সজাগ থাকা।’ জাতীয় মানবাধিকার কমিশনের ২8তম বার্ষিকী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন যে, কিছু লোক একটি বিশেষ ঘটনায় মানবাধিকার লঙ্ঘন দেখেন, তারা অন্য ক্ষেত্রে এই ধরনের অধিকারের লঙ্ঘন উপেক্ষা করেন।

আরও পড়ুন: সর্বনিম্ন দেশের করোনা গ্রাফ, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪,৩১৩ জন


তিনি আরও বলেন, “মানবাধিকারের নামে কিছু মানুষ দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন, আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে”। প্রধানমন্ত্রী বলেন, “মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয় যখন তাদের রাজনৈতিক রঙ, রাজনৈতিক লেন্স দিয়ে দেখা হয়, রাজনৈতিক লাভ – ক্ষতির পাল্লা দিয়ে ওজন করা হয়। এই ধরনের নির্বাচনী আচরণ গণতন্ত্রের জন্য সমানভাবে ক্ষতিকর”।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন