অসুস্থ হয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

পেটের সমস্যার কারণে রবিবার দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তিনি বর্তমানে হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে ৭ জুন হিমাচল প্রদেশের শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হয়েছিলেন তিনি। সেসময়ও তাঁর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা (মিডিয়া) নরেশ চৌহান জানিয়েছিলেন, সামান্য শারীরিক সমস্যার কারণেই সোনিয়া গান্ধীকে তখন শিমলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

বর্তমানে দিল্লির হাসপাতালেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক