Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
টাকা দিয়েও টিভিতে দেখা যাচ্ছে না সোনি নেটওয়ার্কের কোনো চ্যানেল, বিরক্ত বাংলার দর্শকেরা - NewsOnly24

টাকা দিয়েও টিভিতে দেখা যাচ্ছে না সোনি নেটওয়ার্কের কোনো চ্যানেল, বিরক্ত বাংলার দর্শকেরা

কলকাতা: টিভিতে সোনি নেটওয়ার্কের কোনো চ্যানেল দেখতে পাচ্ছেন না কলকাতার দর্শকেরা। চ্যানেলগুলি সরিয়ে দিয়েছে চারটি মাল্টি-সিস্টেম অপারেটর (এমএসও)। উল্লেখযোগ্যভাবে কলকাতার মোট কেবল গ্রাহকের প্রায় ৭০ শতাংশকে পরিষেবা দিয়ে থাকে এই চার অপারেটর।

জানা গিয়েছে, এমএসও এবং সম্প্রচারকারীর মধ্যে দাম নিয়ে বনিবনা না হওয়ার কারণেই এই পদক্ষেপ। সূত্রের খবর, উভয় তরফে মধ্যে চ্যানেলের দাম নিয়ে বিরোধ বেঁধেছে । এখনও পর্যন্ত সেই বিরোধ মেটেনি। যে কারণে ওই চ্যানেলগুলি দেখতে পাচ্ছেন না কলকাতার দর্শকরা।

তবে এমএসও এবং সম্প্রচারকারীর মধ্যে এই দ্বন্দ্বের ফল ভুগতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। কারণ, এই চ্যানেলগুলি দেখার জন্যে তাঁদের টাকা দিতে হলেও টিভিতে চ্যানেলগুলি আসছে না। এই সব চ্যানেল গ্রাহকদের প্যাকেজে থাকলেও এমএসও এবং সম্প্রচারকারীর ঝামেলায় পড়ে তাঁরা দেখতে পাচ্ছেন না।

সোনি নেটওয়ার্কের ৩০টিরও বেশি বিনোদন এবং বাচ্চাদের চ্যানেল রয়েছে বিভিন্ন ভাষায় । এ ছাড়া পাঁচটি প্রধান স্পোর্টস চ্যানেল রয়েছে তাদের। সবই এখনও বন্ধ।

পশ্চিমবঙ্গে চার বড় এমএসও GTPL-KCBPL, DEN, Hathaway এবং Metrocast-এর প্রায় ৩৯ লক্ষ সংযোগ রয়েছে। শুধু কলকাতাতেই ১০ লক্ষ বাড়িতে এই চার এমএসও কেবল সংযোগ দিচ্ছে। স্বাভাবিক ভাবে চ্যানেল পছন্দের অনুষ্ঠান দেখতে না পেয়ে বিরক্ত সকলেই।

এ দিকে এমএসও এবং সম্প্রচারকারী সংস্থা উভয়েই বলেছে, এই সমস্যা শীঘ্রই কাটিয়ে ওঠা হবে। যদিও নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানা যায়নি।

Related posts

উত্তুরে হাওয়ার দাপটে জমে গেল বঙ্গ, কল্যাণীতে ১৫°, শ্রীনিকেতনে পারদ নামল ১০ ডিগ্রির ঘরে

নিউ মার্কেটে বসছে ‘সিসমিক বার’: ভূমিকম্পে সতর্ক কলকাতা পুরসভা, শুরু জরিপ

তাপমাত্রা সামান্য বাড়লেও স্বাভাবিকের নীচে পারদ, উত্তরবঙ্গে কুয়াশায় সতর্কতা