কলকাতা: সিপিএমকে ‘অত্যাচারী’, ‘গণতন্ত্র-বিরোধী’ বলে দাবি করেও বিজেপি-র থেকে এগিয়ে রাখলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
বুধবার সংবাদ মাধ্যমের কাছে দমদমের সাংসদ বলেন, “বাংলা বা যে কোনো রাজ্যে বিরোধীদের একটা জায়গা থাকে। পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যার বিচারে বিজেপি সেই জায়গাটা নিয়েছিল। গত বিধানসভা নির্বাচনে একেবারেই বাইরে চলে গিয়েছিল সিপিএম। একটাও আসন পায়নি। সেখান থেকে ছাত্র-যুবদের হাত ধরে সিপিএম উঠে দাঁড়াবার চেষ্টা করছে”।
তিনি আরও বলেন, “বিজেপির নবান্ন অভিযান ব্যর্থ হওয়ার পরই ওঁরা একটা ভালো অভিযান করলেন। আমার মতে সিপিএম অত্যন্ত খারাপ, কিন্তু ধর্মনিরপেক্ষ শক্তি। বিজেপির বড়ো মিছিলের থেকে সিপিএমের বড়ো মিছিলে খুশি হব। তার কারণ সিপিএম ধর্মনিরপেক্ষ দল, ওরা অন্য দিকে অত্যাচারী, গণতন্ত্র-বিরোধী, কিন্তু মন্দির-মসজিদের রাজনীতি করে না”।
ও দিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারিতে উপাচার্য পদের গরিমা ক্ষুণ্ণ হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ। সৌগতবাবু স্পষ্ট বলেন, “সুবীরেশ গ্রেফতার হওয়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়েছে। আর উপাচার্য পদের মহিমা – গরিমা অনেকটা ক্ষতিগ্রস্ত হল। শিক্ষা ব্যবস্থায় একজন উপাচার্য জেলে যাচ্ছেন, এতে আমি লজ্জিত। পার্টির প্রতি কোনো আনুগত্য ছিল বলে জানি না। ব্যক্তির প্রতি আনুগত্য হতে পারে”।
আরও পড়ুন: পুজোর আগেই এসএসসি-র ৯২৩টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু, বড়োসড়ো নির্দেশ হাইকোর্টের