ডেস্ক: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টপাধায়ের হাত ধরে এদিন তৃণমূলে ফেরেন সৌমেন।
পার্থ চট্ট্যোপাধায় বলেন, ভোটের আগে বহু নেতাকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। ভেবেছিল তাঁদের নিয়ে রাজ্যে সরকার গঠন করবে। কিন্তু এতে আমরা বিচলিত ছিলাম না। বরং তৃণমূলের তরফে বারবার বলা হয়েছে যে ভোটের ফলাফল প্রকাশের পর থেকে লাইন পড়ে যাবে। আর সেটাই হচ্ছে।
আরও পড়ুন: উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তরবঙ্গ সফর বাতিল মুখ্যমন্ত্রীর
সৌমেন স্পষ্টই আজ বলেন, “মাঝখানে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। দিদির উন্নয়নকে সামনে রেখেই উত্তরবঙ্গের জন্য কাজ করতে চাই।” সৌমেনের যুক্তি শুধু তিনিই নন, দলে ফেরার জন্য অপেক্ষমান অনেকেই। বিজেপির কালচারের সাথে বাংলার কালচার মেলে না৷ আর বিজেপির বিভাজনের রাজনীতি বাঙালি পছন্দ করে না।বাংলা এক ছিল, একই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।”