প্রথম পাতা খবর মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঘোষণা মাদ্রিদের মঞ্চে

মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঘোষণা মাদ্রিদের মঞ্চে

404 views
A+A-
Reset

মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যে কারখানা সম্পর্কে তিনি জানালেন, প্রাথমিক ভাবে তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। অনেক দিন ধরেই ভাবনাচিন্তা চলছিল। তার পরে ছাড়পত্র পাওয়া গিয়েছে। নির্মাণের কাজও শুরু হয়ে যাবে।

এই মুহূর্তে বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনে রয়েছেন তিনি। মূলত এ রাজ্যে নতুন বিনিয়োগ আনতেই তাঁর এই সফর। সেই সফরেই মাদ্রিদে তাঁর সঙ্গে রয়েছেন সৌরভও। শুক্রবারই সেই মাদ্রিদেই এক বিজনেস কনফারেন্সে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন তিনি। স্পেন-ইন্ডিয়া কাউন্সিল ফাউন্ডেশন, স্পেন চেম্বার অব কমার্সের সদস্যরাও ছিলেন সেখানে। সেই মঞ্চ থেকেই সৌরভ এই ঘোষণা করেন।

ইতিমধ্যেই দু’টি ইস্পাত কারখানা খুলে ফেলেছেন। একটি পশ্চিমবঙ্গের আসানসোলে। দ্বিতীয়টি পটনায়। তৃতীয়টি খুলতে চলেছেন পশ্চিম মেদিনীপুরে। সৌরভ জানান, ‘‘আমরা ২০০৭ সালে পশ্চিমবঙ্গে একটা ছোট ইস্পাত কারখানা শুরু করেছিলাম। সেটা চার-পাঁচ মাসে শুরু করা গিয়েছিল। তার বেশি সময় লাগেনি। এখন বাংলার পরিস্থিতি তার চেয়েও ভাল হয়েছে। আমরা আরও একটা ইস্পাত কারখানা তৈরি করতে চলেছি।’’

এরই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের সংযোজন, “অনেকদিন ধরেই কাজ চলছিল। মমতাদিদি, দ্বিবেদী সাহেব সকলেই খুব প্রশংসা করেছেন। ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে। কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। দু’টো প্লান্ট আরও আছে। একটা দুর্গাপুর আসানসোলে, আরেকটা পটনাতে। এটা মেদিনীপুরে হবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.