Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার পক্ষে জোর সওয়াল সৌরভের - NewsOnly24

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার পক্ষে জোর সওয়াল সৌরভের

পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পক্ষে সওয়াল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই ভয়াবহ হামলা প্রতিটি ভারতীয়ের অন্তরকে নাড়া দিয়েছে। দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জানান, এ ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ বারবার মেনে নেওয়া যায় না।

এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “এই সিদ্ধান্ত (পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা) অবশ্যই নেওয়া উচিত। কঠোর পদক্ষেপ প্রয়োজন। এটা কোনও হাস্যকর বিষয় নয় যে প্রতি বছর এমন ঘটনা ঘটে। সন্ত্রাসবাদ বরদাস্ত করা যায় না।”

সম্প্রতি, সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় পহেলগাঁও হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন।

সচিন তেন্ডুলকর লেখেন, “পহেলগাঁওয়ে নিরীহ মানুষের উপর নৃশংস হামলায় স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এক অসম্ভব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন—এই অন্ধকার মুহূর্তে ভারত ও গোটা বিশ্ব তাঁদের পাশে রয়েছে। আমরা প্রার্থনা করি সুবিচারের জন্য।”

সৌরভ লেখেন, “পহেলগাঁওয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারদের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা। দোষীদের বিরুদ্ধে ভারতের সরকারের কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত… কাউকে ছাড় দেওয়া উচিত নয়।”

Related posts

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে