নবান্নে সৌরভ গঙ্গোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

কলকাতা: আচমকাই নবান্নে হাজির হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে প্রায় ৪৫ মিনিট ধরে রাজ্য প্রশাসনের সচিবালয়ে ছিলেন তিনি। জানা গেছে, এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। তবে ঠিক কী কারণে নবান্নে গেলেন সৌরভ, বা কী বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, তা স্পষ্ট নয়।

দিন কয়েক আগেই শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। গত বছর এই সম্মেলনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন সৌরভ। সেখানে মুখ্যমন্ত্রীর পাশে বসেই তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই একটি তৃতীয় ইস্পাত কারখানা আসতে চলেছে।

বাণিজ্য সম্মেলনের পর মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় নবান্নে পৌঁছন সৌরভ। প্রায় ৪৫ মিনিট থাকার পর সন্ধ্যা সোয়া ছটার দিকে বেরিয়ে যান তিনি।

সূত্রের খবর, সৌরভ শালবনিতে ৩৫০ একর জমি কিনেছেন, যার জন্য খরচ হয়েছে ১০০ কোটি টাকা। সরকারি টেন্ডারের মাধ্যমে এই জমি কেনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগে এই জমি প্রয়াগ গ্রুপের অধীনে ছিল, এবং সেই সংস্থার দাবি, জমিটির বর্তমান মূল্য ২৭০০ কোটি টাকা। এই জমি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে এবং আগামী ১৩ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।

জমি সংক্রান্ত এই বিষয় নিয়েই কি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের আলোচনা? রাজনৈতিক ও বাণিজ্যিক মহলে জল্পনা চলছে তাঁর নবান্ন সফর ঘিরে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক