প্রথম পাতা খবর আপাতত অ্যাঞ্জিওপ্লাস্টি নয়, আগামীকাল অথবা পরশু হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সৌরভ

আপাতত অ্যাঞ্জিওপ্লাস্টি নয়, আগামীকাল অথবা পরশু হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সৌরভ

698 views
A+A-
Reset

কলকাতা : সৌরভ গঙ্গোপাধ্যায়কে আগামীকাল অথবা পরশু হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা নিয়ে আজ বৈঠক করে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠকে যোগ দেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ও রমাকান্ত পাণ্ডা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চিকিত্‍সা করেছিলেন বিশিষ্ট শল্যচিকিৎসক রমাকান্ত পাণ্ডা।

হাসপাতাল সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত মহারাজের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না। আগামীকাল কলকাতায় আসছেন দেবী শেঠি। তিনি সৌরভকে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সেক্ষেত্রে নিজের বাড়িতে পর্যবেক্ষণেই থাকবেন মহারাজ। বাকি দুটি ব্লকেজের জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। কিন্তু সেই অ্যাঞ্জিওপ্লাস্টি কবে হবে তা এখনও ঠিক হয়নি।

এদিকে এদিন দুপুরেই উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বিসিসিআই এর প্রাক্তন সভাপতি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.