আগামীকাল বাড়ি ফিরবেন মহারাজ, হাসপাতালে একদিন বিশ্রাম নিতে চেইলেন সৌরভ

কলকাতা : বুধবার নয়, বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো সমস্ত ব্যবস্থাও সেরে ফেলেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে তাঁর বেহালার বাড়ি পর্যন্ত পুলিশি প্রহরার বন্দোবস্তও করা হয়েছিল। তবে একেবারে শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত বদল করেন সৌরভ।

হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকালবেলা হাসপাতালে হাল্কা ব্রেকফাস্ট করেছেন সৌরভ। তার বাড়ি ফেরার যাবতীয় প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে ছিল।

শারীরিকভাবে একেবারেই সুস্থ রয়েছেন মহারাজ। স্রেফ আরও একদিন হাসপাতালে থেকে বিশ্রান নিতে চান সৌরভ।

এদিকে ‘দাদা’-র ছাড়া পাওয়ার খবরে বুধবার সকাল থেকেই হাসপাতালের বাইরে সৌরভ-ভক্তদের ভিড় উপচে পড়েছে। বেশির ভাগই কমবয়সি। তাঁদের হাতে প্ল্যাকার্ড, ‘কামব্যাক দাদা’! একই ছবি ধরা পড়েছে সৌরভের বাড়ির সামনেও। প্ল্যাকার্ড নিয়ে ভক্তদের দেখা গিয়েছে তাঁর বেহালা চৌরাস্তার বাড়িতেও। তবে সৌরভের বাড়ি ফেরা একদিন পিছিয়ে যাওয়ায় তাঁরা রীতিমতো হতাশ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক