পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা গড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে এই প্রকল্পের কথা প্রথম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সৌরভ নিজেই জানালেন কবে থেকে উৎপাদন শুরু হবে এবং কর্মসংস্থান কেমন হবে।
শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে সৌরভ বলেন, “শালবনিতে আমরা স্টিল প্ল্যান্ট তৈরি করছি। স্টিল প্ল্যান্ট তো দু’মাসে হয় না। ১৮ থেকে ২০ মাসের মধ্যে উৎপাদন শুরু হবে। এতে প্রচুর কর্মসংস্থান হবে।”
এর আগে সৌরভের কারখানার জায়গা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রথমে শালবনি নির্ধারিত হলেও পরে গড়বেতা নিয়ে জল্পনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত শালবনিতেই গড়ে উঠছে কারখানা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, আইনি জটিলতা থাকায় বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা করা হয়নি।
সৌরভের নতুন এই উদ্যোগ রাজ্যের শিল্প পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।