Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গ, গরম বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস - NewsOnly24

বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গ, গরম বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস

গরমের হাত থেকে এখনও রেহাই নেই। ছবি: রাজীব বসু

বিকেল হতেই হালকা বৃষ্টি মিললেও গরমের হাত থেকে এখনও রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। বরং আসন্ন সপ্তাহান্তে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা নেই, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানানো হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু, বঙ্গোপসাগরের জলীয় বাষ্প এবং পশ্চিম ভারতের গরম, শুষ্ক হাওয়ার সংঘাতে আবহাওয়ায় অস্থিরতা তৈরি হচ্ছে। এর ফলে আগামী ৩ থেকে ৪ দিন পশ্চিমের গরম হাওয়ার দাপট থাকবে বেশি, এবং এর জেরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কলকাতায় শনিবার সকালে বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও, তা দীর্ঘস্থায়ী নয়। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৬ ডিগ্রি কম। বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে গরম হাওয়ার প্রকোপ বেড়েছে। এর ফলে দুর্বল হচ্ছে মৌসুমী অক্ষরেখা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আগামী ১২ জুনের আগে পরিস্থিতির বদল হওয়ার সম্ভাবনা খুবই কম।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের প্রথম দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকলেও, তার আগে পর্যন্ত গরম ও আর্দ্রতার কারণে অসহনীয় পরিস্থিতি তৈরি হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

Related posts

নতুন বছরে উত্তরবঙ্গের জন্য বড় উপহার, শিলিগুড়ি থেকে দিঘা প্রথম ‘ভলভো স্লিপার’ বাস চালু

ব্রিগেডে সভার অনুমতি পেল না হুমায়ুন কবীরের দল, মুর্শিদাবাদে ১০ লক্ষ জমায়েতের হুঁশিয়ারি

প্ররোচনায় পা দেবেন না, শান্তি বজায় রাখুন, বেলডাঙার অশান্তি নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর