চলতি শীতের মরসুমে ফের চমক দক্ষিণবঙ্গের। পাহাড়ি এলাকার তুলনায় এবারও বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে রাজ্যের সমতলের জেলাগুলিতে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নীচেই রয়েছে।
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বহু জেলায় পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বীরভূমের শ্রীনিকেতনে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। কল্যাণী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মেদিনীপুর, উলুবেড়িয়া ও আসানসোলেও ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে পারদ। দার্জিলিঙের পরে রাজ্যের দ্বিতীয় শীতলতম শহরের তালিকায় উঠে এসেছে দক্ষিণবঙ্গের এই এলাকাগুলি, যা কার্যত উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে।
এদিকে রাজ্যের সর্বত্র ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে India Meteorological Department। উত্তরবঙ্গের Darjeeling, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরে দৃশ্যমানতা কমে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদেও সকালবেলায় কুয়াশার দাপট থাকতে পারে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই। তবে তার পরের কয়েক দিনে ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ততদিন পর্যন্ত কুয়াশা ও ঠান্ডার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।